আজ জেএসসি পরীক্ষার রেজাল্ট ২০১৯ ঘোষণা  করা হবে। কিন্তু কজন রেজাল্টের জন্য প্রস্তুত আছেন? মানসিক প্রস্তুতির কথা বলছি না। কীভাবে জেএসসি পরীক্ষার  রেজাল্ট  ২০১৯ দেখতে হবে সে ব্যাপারে ধারণা আছে? এর উত্তরে বেশিরভাগ মানুষই বলবে ধারণা নেই। আপনাদের ধারণা  না থাকলেও সমস্যা নাই । আমাদের দিক নির্দেশনায় দিব্যি রেজাল্ট জেনে যাবেন। তো রেজাল্ট  দেখতে কি কি  করতে হবে  সে ব্যাপারে  বিস্তারিত  আলোচনা  করা হল।

Contents

জেএসসি রেজাল্ট ২০১৯ কবে দিবে

জেএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে আপনাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। অত্যন্ত  আনন্দের সাথে  জানাচ্ছি যে বছরের শেষ  দিন আগামী  ৩১ ডিসেম্বর  দুপুর  ১২ টায় এবারের জেএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত  হবে । শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন। তবে সর্বসাধারণের  জন্য  ফলাফল  উন্মুক্ত  হবে দুপুর ২ ঘটিকায়।

JSC Result 2019

কীভাবে জেএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন?

প্রযুক্তির  কল্যাণে  সব কিছুই এখন আমাদের হাতের মুঠোয়  চলে এসেছে। প্রযুক্তির হাওয়া  থেকে  বাদ যায় নি আমাদের শিক্ষা মন্ত্রণালয়ও। তাইতো জেএসসি রেজাল্ট এখন হাতের নাগালেই পাওয়া যায়। অনেকগুলো পদ্ধতিতে রেজাল্ট প্রকাশ করা হয়। আপনি যে কোন পদ্ধতিতে রেজাল্ট দেখতে পারবেন। যেসব পদ্ধতিতে ফলাফল প্রকাশ করা হবে সেগুলো হল –

  • অনলাইন
  • এসএমএস

আমরা এখন উক্ত দুটো মাধ্যমেই জেএসসি পরীক্ষার রেজাল্ট ২০১৯ কীভাবে দেখতে হবে  তা আলোচনা  করব।

জেএসসি পরীক্ষার  রেজাল্ট ২০১৯

সবচেয়ে সহজে রেজাল্ট দেখা যায় অনলাইনে। অনলাইনে আপনি দুটি মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন। সেগুলো উল্লেখ করা হল।

প্রথম পদ্ধতিঃ
•এই লিংকে ক্লিক করুন – http://www.educationboardresults.gov.bd
•এরপর যে উইন্ডো আসবে সেখানে এক্সামিনেশনের সামনে সিলেক্ট করুন জেএসসি/জেডিসি।
•ইয়ার ২০১৯ দিয়ে নিজের শিক্ষা বোর্ড সিলেক্ট করুন।
•এরপর রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করুন।
* তার নিচের ঘরে দুইটি সংখ্যা  যোগ করতে বলা হবে। মনে মনে সংখ্যা দুটো যোগ করে  যোগফল সামনের ফাঁকা ঘরে লিখুন।
•সর্বশেষ সাবমিট বাটনে ক্লিক করুন। পেয়ে যাবেন আপনার জেএসসি রেজাল্ট।

jsc পরীক্ষার ফলাফল 2019

•শুরুতেই ভিজিট করুন https://eboardresults.com/app/
•এরপর এসএসসি/এইচএসসি/জেএসসি/ইকুইভ্যালেন্ট রেজাল্টে ক্লিক করুন।
•এক্সামিনেশন সিলেক্ট করুন জেএসসি/জেডিসি।
•ইয়ার সিলেক্ট করুন ২০১৯।
•এরপর আপনার স্কুল যে বোর্ডের অধীনে সে বোর্ড সিলেক্ট করুন।
•রেজাল্ট টাইপে সিলেক্ট করুন ইন্ডিভিজুয়াল রেজাল্ট।
•ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করলে আরও কিছু ঘর আসবে। সেখানে রোল নাম্বার ও রেজিস্টেশন নাম্বার লিখুন এডমিট কার্ড অনুযায়ী।
•সিকিউরিটি কি ভাল করে বুঝে সামনের ফাঁকা ঘরে লিখুন। এখানে ভুল করলে সব কিছু নতুন করে সেট করতে হবে।
•সর্বশেষ গেট রেজাল্টে ক্লিক করুন। পেয়ে যাবেন রেজাল্ট।

পিএসসি রেজাল্ট ২০১৯ দেখুন

এসএমএসের মাধ্যমে  জেএসসি পরীক্ষার রেজাল্ট ২০১৯

নানা কারণেই অনলাইন সার্ভারে সমস্যা হতে পারে। ইন্টারনেটে সমস্যা হলে আপনি মোবাইল থেকে এসএমএস করেও জেএসসি পরীক্ষার  রেজাল্ট জানতে পারবেন। এখন শিক্ষা মন্ত্রণালয় এসএমএস পদ্ধতিতেও ফলাফল প্রকাশ করে থাকে। এসএমএসে জেএসসির ফলাফল পেতে চাইলে যে কোন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এভাবে টাইপ করুন

JSC <Space> First 3 letters of Board <space> Roll Number <Space> Passing Year then send to 16222.

Example: JSC DHA 34556 2019 then send it to 16222.

আপনার এসএমএস ফরম্যাট ঠিক থাকলে ফিরতি এসএমএসে বিস্তারিত রেজাল্ট জানিয়ে দেওয়া হবে। তবে প্রতিবার এসএমএস করতে চার্জ প্রযোজ্য হবে।

জেএসসি পরীক্ষার ফলাফল দেখুন

জেএসসি রেজাল্ট ২০১৯ নিয়ে আরও প্রশ্ন থাকলে এই লিঙ্কে দেখে আসতে পারেন

প্রতিটি  বাবা মা ই চান তাদের সন্তান ভাল রেজাল্ট  করুক। কিন্তু  প্রতিযোগিতায়  অনেকেই হয়ত মনমত ফলাফল  করতে পারবে না । সুতরাং  যাদের ফলাফল  ভাল হবে তাদেরকে  আগাম অভিনন্দন । যাদের ফলাফল  প্রত্যাশামত হবে না  তাদের হতাশ হবার কিছুই নেই। জেএসসি পরীক্ষার  রেজাল্ট  ২০১৯ এর ভুলত্রুটি থেকে  শিক্ষা নিয়ে তোমরাও একদিন ভাল ফলাফল  করবে।